কাঠ মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ১১:০৯ এএম
কাঠ মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আলমগীর হোসেন (৪৫) নামের এক কাঠ মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে।

সোমবার (১১ অক্টোবর) রাতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরী গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি।

জানা গেছে, আলমগীরের ভাতিজা সজীবের কন্যাসন্তান হওয়ায় সোমবার রাত ৯টার দিকে আত্মীয় স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। আলমগীরের বাড়িতে মিষ্টি বিতরণকালে মিষ্টি কম পড়ে। এ নিয়ে তর্ক বিতর্কের জেরে সজীবের সঙ্গে আসা লোকজন আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রাতে আলমগীরের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!