• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী আটক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৭:৪০ পিএম
পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) মধ্যরাত থেকে পরদিন বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জন, ঈশ্বরদী উপজেলার শেখেরদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর ৪টার দিকে ১১ জন, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরোনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ৬ জন এবং সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গ্রেপ্তাররা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, “শুধুমাত্র গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানাচ্ছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!