ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৬:৫৫ পিএম
ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার দিকনির্দেশনায় এসআই মো. টুটুল উদ্দিন, শফিকুল ইসলাম সরদার, মো. জামিনুর রহমান একদল পুলিশ নিয়ে কেওয়ারজানি এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

আকবর আলি খান আরও বলেন, তাদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!