• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

সুন্দরবনে হারিয়ে যাওয়া ৩১ শিক্ষার্থী উদ্ধার


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৩৬ পিএম
সুন্দরবনে হারিয়ে যাওয়া ৩১ শিক্ষার্থী উদ্ধার

সুন্দরবনে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ৩১ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মোংলা থানা পুলিশ তাদের উদ্ধার করে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামের হারিয়ে যাওয়া পর্যটকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আজিজুল বলেন, “বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল সোমবার সকালে সুন্দরবনের করজলে ভ্রমণে যায়। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে। কিশোরদের মধ্যে ফেরদৌস বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ কল করে। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে বিকেলের দিকে তাদের উদ্ধার করতে সক্ষম হই।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!