• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

জামায়াতের ৩১ নেতাকর্মী আটক


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০২:৫১ পিএম
জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

দিনাজপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২২ জানুয়ারী) সকাল ৯টায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জামায়াতের নেতাকর্মীরা জেলা শহরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হতে শুরু করে। এসময় ৩১ জনকে আটক করা হয়।”

এ ঘটনায় পরিবহন কাজে ব্যবহৃত একটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!