রাজশাহীর পবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডাঙ্গেরহাট মহিলা কলেজের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন যান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পলাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।