নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাই নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল-হোরম্বি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২), তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি উপজেলার পোল-হোরম্বি সড়কের মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।