ফেনীতে কোচিং সেন্টারে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে শহরের শহীদুল্লা কায়সার সড়কের দিদার ভবনের ফোকাস কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, “তারা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করেছিল। এ জন্য অভিযান চালিয়ে আটক করা হয়।”
তবে আটক কয়েকজন জানিয়েছেন, তারা ফোকাস কোচিং সেন্টারে ইফতার মাহফিলের আলোচনা সভার আয়োজন করেছেন। সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটকরা শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা আছে বলেও জানান তিনি।