পঞ্চগড়ে মরিয়ন নামে এক ফুলের নার্সারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (২২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ রোড মরিয়ম নার্সারিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আটোয়ারী উপজেলার বলরামপুর কবিরাজ পাড়া এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ প্রতিদিনের মতো মরিয়ম নার্সারিতে কাজ করতে যায়। এদিকে আগে থেকে নার্সারির ঘরের পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জালে লেগে থাকে। পারভেজ ফুলের আঁটি বাঁধতে গিয়ে একসময় তার হাত জালে পড়লে বিদ্যুতায়িত হন। এতে বিদ্যুতের সাথে আটকে ঘটনাস্থলে মৃত্যু হয় পারভেজের।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































