• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৫:৫৪ পিএম
জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

জামালপুর সদর উপজেলায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। রোববার (১৫ মে) উপজেলার সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন।

জানা যায়, সংগ্রহ ও মনিটরিং কমিটি ধান-চাল সংগ্রহের আয়োজন করেছে। সদর উপজেলায় এ বছর ৪ হাজার ৮৪৭ মেট্রিক টন ধান ও ১৬ হাজার ৪৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭, প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ ও আতপ চাল ৩৯ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু প্রমুখ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!