পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ও ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৬ জন রোগী ভর্তি রয়েছে। একদিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন দুইজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন তিনজন। এছাড়াও সদরে আরও তিনজন উপসর্গে মারা গেছেন।
পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২২ শতাংশ। এক লক্ষ ৩৪ হাজার ৯২৯ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৬০৬ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪ জন। সুস্থ হয়েছেন আট হাজার ৪৭৭ জন। প্রায় ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ। মৃত্যুর হার শুন্য দশমিক ৩২ শতাংশ।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক কেএম আবু জাফর জানান, করোনা সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তিও কমে গেছে। জনগণের মধ্যেও কিছুটা সচেতনতা আসছে। সবাই যদি স্বাস্থবিধি মেনে চলাচল করে তাহলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































