ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিন্নাতলি বাজারে এ ঘটনা ঘটে।
আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকান মালিক লস্করপুর গ্রামের মৃত শেখ সাহেদ আলীর ছেলে লিয়াকত হোসেনের স্ত্রী শিমু বেগম (৩৪) বাদী হয়ে আজ সকালে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, “এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































