• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

আত্রাই নদে বাঁধ ভেঙে পানিবন্দী ২ হাজার পরিবার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০১:৪১ পিএম
আত্রাই নদে বাঁধ ভেঙে পানিবন্দী ২ হাজার পরিবার

নওগাঁর মান্দায় আত্রাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার নুরুল্লাবাদ, বিষ্ণুপুর, প্রসাদপুর ও ভালাইন ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে বন্যাকবলিত হয়ে পড়েছে ২ হাজার পরিবার। তলিয়ে গেছে এক হাজার বিঘার আউশ ও আমন ধানের জমি।

বন্যাকবলিত এলাকায় নেই বিশুদ্ধ পানি, খাদ্য, বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। পানিবন্দীরা জানমাল গবাদিপশু নিয়ে চরম বিপাকে রয়েছেন। উপজেলা প্রশাসন সাড়ে ৭০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেছে।  

সরেজমিনে দেখা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুল্লাবাদ ইউনিয়নের সাতটি গ্রাম। এ ইউনিয়নের নুরুল্লাবাদ ও পারনুরুল্লাবাদ ঠনঠনিয়া, মন্ডলপাড়া, বাকসা বাড়ি নিখিলা পাড়ার ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া প্রসাদপুর ইউনিয়নের বাইবুল্যা ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে আরও ৬০০ পরিবার।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে আত্রাই নদের পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ নদের পানি বেড়ে এখন বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাইদ চঞ্চল বলেন, আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ ইউনিয়নের সাতটি গ্রামের অন্তত ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এ বিষয়ে মান্দা উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক মোল্লা বলেন, এরই মধ্যে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভর্তি করে মেরামতের কাজ চলছে। এ ছাড়া বানভাসি সাড়ে ৭০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Link copied!