ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে আসাদ ও এনামুল নামে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ ও এনামুল শৈলকূপা পল্লীবিদ্যুত সমিতির টেকনিশিয়ান ছিল। তারা ওই গ্রামের একই বাড়িতে ভাড়া থাকতেন। আসাদের বাড়ি রাজবাড়ী জেলায় ও এনামুলের বাড়ি মানিকগঞ্জে ।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বাড়ির উঠানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চলছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেয়া হয়েছে। এখনও এ ব্যাপারে থানায় কোনো মামলা রুজু হয়নি।