সুনামগঞ্জের দিরাইয়ে মদনপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৭টায় দিরাই উপজেলার দিরাই পাথারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জের পাগলা হুসেনপুর গ্রামের নুর জালালের ছেলে অটোরিকশাচালক এমরান মিয়া।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সকালে দিরাইগামী সাকিন পরিবহন ও দিরাই থেকে সুনামগঞ্জগামী অটোরিকশা মদনপুর সড়কে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও স্কুলছাত্রী মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বাসটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।