• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাস-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১২:৫০ পিএম
বাস-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

সুনামগঞ্জের দিরাইয়ে মদনপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৭টায় দিরাই উপজেলার দিরাই পাথারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জের পাগলা হুসেনপুর গ্রামের নুর জালালের ছেলে অটোরিকশাচালক এমরান মিয়া।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সকালে দিরাইগামী সাকিন পরিবহন ও দিরাই থেকে সুনামগঞ্জগামী অটোরিকশা মদনপুর সড়কে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও স্কুলছাত্রী মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বাসটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Link copied!