ফরিদপুরে তেলের লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) ও একই এলাকার জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৫)।
  
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে একটি মোটরসাইকেলকে একটি তেলের লরি (ট্রাকের) চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হয় রাসেদ মোল্লা নামের অপর যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলের লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাই তেলের লরিটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































