• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৩:২১ পিএম
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)।

স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তারা। সেখান থেকে তাদের নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে হাসপাতালে তারা মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।   

Link copied!