• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

শার্শায় চার কেজি গাঁজাসহ আটক ২


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৪:৫২ পিএম
শার্শায় চার কেজি গাঁজাসহ আটক ২
গাঁজাসহ আটকরা। ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় চার কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছেন গোড়পাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা।

রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ইসরাফিল হোসাইন ও একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম শ্রীকোণা গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুমন হোসেন।

তথ্যটি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান।

শেখ মনিরুজ্জামান বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।”

Link copied!