• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ২


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৭:১১ পিএম
ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ২

ফেনীতে মাদকসহ মো. সাদেক (২১) ও ইব্রাহিম প্রকাশ ডাবলু (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপোল কাবাব ঘরের সামনে থেকে সাদেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪২০ পিস ইয়াবা জব্দ করা হয়। অপর আসামি ইব্রাহিম প্রকাশ ডাবলুর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, “দুই যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে মামলার পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Link copied!