• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৮:৫৬ এএম
জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতাসহ জেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বগুড়ায় জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বগুড়া পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর জামায়াত নেতা আসলাম হোসেন বিপু, হামিদুল হক তোতা, শিবির নেতা মিকাঈল ইসলাম, মো. মাঝহারুল, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মো. মনছুর রহমান, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, মো. ফাসিরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. মুছা, মো. আমিমুর রহমান, কাহালু উপজেলায় মাওলানা আব্দুল হামিদ, মো. আতাউর রহমান, মো. শাহিনুর রহমান, নন্দীগ্রামে মো. রাকিব হোসেনসহ মোট ১৮ জন।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলাজুড়ে পুলিশের অভিযানে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তারা বিভিন্ন অস্ত্র বহন করছিলেন।

Link copied!