• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৩:১১ পিএম
হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ম্যুরালের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। 

এ সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কার সিদ্দিক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোল্যা আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা উপস্থিত ছিলেন। 

ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক কলেজের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে জানান, বঙ্গবন্ধু’র ম্যুরালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। 

এর আগে এমপি সাইফুজ্জামান শিখর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!