চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ডবিল রেলগেটের সামনে ট্রাকের ধাক্কায় তরিকুল নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলামের বাড়ি একই উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ায়।
তরিকুলের পরিবারের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তরিকুল প্রতিদিনের মতো আলমসাধু নিয়ে সকাল চুয়াডাঙ্গা শহরে ফল আনতে যাচ্ছিলেন। এ সময় তরিকুল বন্ডবিল রেলগেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন তরিকুল। পরে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
ওসি আলমগীর আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































