• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ময়মনসিংহ মেডিকেলে ১৮ জনের মৃত্যু  


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১১:৪৩ এএম
ময়মনসিংহ মেডিকেলে ১৮ জনের মৃত্যু  

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

মহিউদ্দিন খান মুন বলেন, মৃতদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে ৩৩৯ জন রোগী  ভর্তি আছেন, এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী বলে তিনি উল্লেখ করেন। 

মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৯৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!