• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৩:৫০ পিএম
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশকে চাপায় দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসাইন।

নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি কামাল হোসাইন বলেন, যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিকশাকে চাপা দেয় ময়মনসিংহগামী ক্যামিকেল ভর্তি একটি ড্রামট্রাক। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এরআগে সড়কের পাশে চারটি দোকানকে চাপা দেয় ট্রাকটি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!