• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

লঞ্চে অগ্নিকাণ্ড : নিহত বেড়ে ৩০


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১০:০৯ এএম
লঞ্চে অগ্নিকাণ্ড : নিহত বেড়ে ৩০

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে লঞ্চতে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, ৭০ জনের বেশি দগ্ধ যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!