গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জুলাই) সকালে নিহতের বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রোকেয়া বেগম সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদারের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত জানিয়েছেন, রোকেয়া বেগম লাঠি ভর করে গ্রামের বিভিন্ন বাড়িতে ভিক্ষা করতেন। রোববারও তিনি ভিক্ষা করতে বের হয়েছিলেন। স্থানীয়রা আজ সোমবার সকালে তার মৃত দেহ ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে।
এসআই লিয়াকত আরো জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন।





































