খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় ওই যুবককে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মঙ্গলাবার রাতে তানভীর নিজ বাড়িতে ব্যক্তিগত রুমে ঘুমাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েন বলে জানায় তার পরিবার। দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তানভীরের পরিবারের লোকজন জোরে শব্দ শুনতে পায়। প্রথমে তারা ভেবেছিলেন কানের হেডফোনের কারণে জখম হয়েছে। কিন্তু তৎক্ষণিক গুলির তিনটি খোসা দেখতে পান।
ভোর চারটার দিকে তানভীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনে তার পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলে জানান এবং ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতিকালে সকাল সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান তানভীর।
ওসি আরও জানান, তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে বাড়ির জানালা থেকে গুলি করা হয়। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তানভীরের কারও সঙ্গে শত্রুতা ছিল না বলে জানায় পরিবার।