• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৮:১৪ পিএম
তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২

সুনামগঞ্জের তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে উপপরিদর্শক (এসআই) জাকির ও কনেষ্টেবল পারভেজ আহত হয়েছেন।

সংর্ঘষে আহত দু’ পক্ষের তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, জুয়েল মিয়া (১৯), শুক্ষুর আলী (২৬) ও অপর পক্ষের সবুজ মিয়া (২৭)।

গুরুতর আহতরা হলেন মোহাম্মদ আলী (৫৫), নজরুল ইসলাম (৪৫) শেরিনা বেগম (৪৫) জুলহাস মিয়া (৫০), কুলসুমা বেগম (২৭)। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় এলাকার ৮ শতাংশ জায়গা নিয়ে আব্দুল আজিজ ও মন্নাছ মিয়ার ৫ বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার বিকেলে ঐ জায়গায় ঘর নির্মাণ করতে যান আব্দুল আজিজ। এ সময় শহীদ মিয়ার লোকজন পুলিশকে জানালে পুলিশ এসে ঘর তুলতে নিষেধ করেন। এ সময় দু’পক্ষের লোকজনের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় এসআই জাকির ও কনেষ্টেবল পারভেজ আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আট শতাংশ জায়গা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একজন এসআই ও একজন কনেষ্টবল আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Link copied!