• ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২, ২৩ সফর ১৪৪৬

সাতসকালে ঝরল ৪ প্রাণ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৫১ এএম
সাতসকালে ঝরল ৪ প্রাণ
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেটে একটি পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় মারা গেছেন চারজন। আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়েছে, সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ৫টা ৫ মিনিটে উদ্ধারকাজ শুরু করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট। দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। 

তবে কীভাবে দুর্ঘটনা হয়েছে এবং হতাহতের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!