• ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২, ২৩ সফর ১৪৪৬

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:০০ পিএম
প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রয়াত বিএনপি নেতার তালাবদ্ধ বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর বাড়িতে আর কেউ থাকেন না। তার সন্তানরা বরিশালে ও দেশের বাইরে থাকেন। বছরের অধিকাংশ সময়ে বাড়িটি তালাবদ্ধ থাকে। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ টি এম মতিউর রহমান বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

প্রয়াত বিএনপি নেতার ছেলে হারুন-অর রশিদ বলেন, “আমরা বাড়িতে কেউ থাকি না। ঘরটি তালাবদ্ধ থাকে। আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে জমি নিয়ে ঝামেলা আছে। সেই ঝামেলার সূত্র ধরেই এই ঘটনা ঘটাতে পারে।”

মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!