ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় ঢাকা মুখি লেনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে সিয়াম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম (২৫) মাদারীপুর সদর উপজেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। তিনি ঢাকার বংশালে একটি গ্যারেজে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে সিয়াম মাওয়া ঘাট এলাকায় বেড়াতে আসেন। ভোরে কর্মস্থলে ফেরার পথে সকাল সাড়ে ছয়টার দিকে ওমপাড়া এলাকায় ঢাকা মুখী লেনে তার মোটরসাইকেল রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল আবদুল কাদির জিলানী বলেন, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































