সিরাজগঞ্জের কাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জাতীয় দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এবং খবরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম শিকদার ও উল্লাপাড়ার স্থানীয় সাংবাদিক সাজ্জাদুল ইসলামের (আজকের দর্পণ) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কাজীপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কাজীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী (করতোয়া) ও সম্পাদক আব্দুল জলিল, (কালের কণ্ঠ), দৈনিক আলোকিত বাংলার সম্পাদক কেএম মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টিএম কামাল (যমুনা প্রবাহ), শফিকুল ইসলাম (ভোরের কাগজ), আলমাহমুদ সরকার জুয়েল (বাংলাদেশের আলো), আশরাফুল আলম (আজকের পত্রিকা), মিজানুর রহমান মিনু (পদ্মা সংবাদ), কোরবার আলী (সিরাজগঞ্জ বার্তা), এনামুল হক (আজকের জনবাণী), আনোয়ার হোসেন (আলোকিত সকাল) প্রমুখ।
গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় পুলিশ একজনকে হাতেনাতে আটক করে। এসময় সাংবাদিকরা আটক ব্যক্তির ছবি তোলে। পরে পুলিশ চলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী দল। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































