• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

৬ দফা নিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৫:৩৪ পিএম
৬ দফা নিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
অবস্থান কর্মসূচি। ছবি : প্রতিনিধি

ছয় দফা বাস্তবায়নের দাবিতে মোংলায় কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা-১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মোংলা শাখার সভাপতি কামাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন এবং মহিলা সম্পাদিকা শিপলু মৌলিক।

বক্তারা জানান, মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও স্বাস্থ্য সহকারীরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন স্কেল থেকে বঞ্চিত। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

Link copied!