নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুর শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত নয়টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজিব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার আক্কাচের গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সজিব আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ২০২২ সালের ১৫ মার্চ ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনায় হত্যাচেষ্টা মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































