ট্রাক, মেসি ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার চালক ইদ্রিস আলী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৫ জুন) রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ রোডে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার একরাম আলীর ছেলে।
আহতরা হলেন সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে শিশু নিহা আক্তার (২)।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট শহর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা এক শিশুসহ পাঁচ যাত্রী নিয়ে ভাদসা দুর্গাদহ বাজার যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে রিকশার সবাই ছিটকে পড়ে যায়। তখনই একটি মেসি ট্রাক্টর এসে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মেসি ট্রাক্টরকে হেফাজতে রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 
                
              
 
																                  
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































