• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভাসছিল ৬০ যাত্রী


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৬:৫৯ পিএম
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভাসছিল ৬০ যাত্রী

ভোলায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভাসতে থাকা মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৬ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশিদ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার ঈদে ঘরমুখো ৬০ যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ১০টার দিকে দৌলতখান উপজেলার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারের থাকা ৬০ যাত্রী ও দুই মাঝিসহ ট্রলারটি উত্তাল মেঘনার মাঝনদীতে আটকে থাকে।

তিনি আরও জানান, ট্রলারে থাকা এক যাত্রী কোস্টগার্ডকে বিষয়টি জানালে দ্রুত ঘটন‌াস্থলে পৌঁছে ৬০ যাত্রীসহ ও দুইকে উদ্ধার করে। এছাড়া অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নৌ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!