জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে বিপ্লব আহমেদ (৩০) নামের ছাত্রদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইসলামনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব আহমেদ ইসলামনগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে বিপ্লব নিজের বাড়িতেই ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। পরে বিপ্লবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, “সন্ত্রাসীরা তাকে বাড়ির বাইরে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, “ছাত্রদল নেতা বিপ্লব হত্যাকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































