গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় রয়েছেন জেলে। অনেকে আবার দেশে ও দেশের বাইরে পলাতক রয়েছেন।
তবে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বাসিন্দারা যেন এক ধরনের সাহস ফিরে পেয়েছেন। যেখানে আগে বাংলাদেশিদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ও নির্যাতনের ঘটনা ঘটত, সেখানে এখন বিএসএফ সদস্যদের শাসাচ্ছেন বাংলাদেশিরা।
সম্প্রতি সিলেট সীমান্তে ঘটেছে এমনই এক ঘটনা, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি ঠিক কত তারিখের, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফের সঙ্গে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, “আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন?”
তিনি আরও বলেন, “এই পাশে (বাংলাদেশে) এখন হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই। আপনাদের ইচ্ছেমতো সব হবে না।”
এদিকে, বুধবার (৭ মে) ভোরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
তিনি বলেন, “আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ কর। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।”
প্রসঙ্গত, ৬৬ ভারতীয়কে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশও।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































