নরসিংদীর শিবপুরে জাবের হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে তার মাকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ মে) রাতে উপজেলার বৈলাব গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (৪ মে) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেনকে আটক করা হয়েছে।
নিহত ওই নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত জাবের তার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাবের হোসেন মাদকাসক্ত। শামসুন্নাহারের বড় ছেলে প্রবাসে থাকেন। জাবেরকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। গত শনিবার রাতের কোনো একসময় জাবের মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর সারা রাত একই রুমে অবস্থান করছিলেন জাবের।
মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে মাকে হত্যা করে। নিহতের এক হাত ভাঙা ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































