বরগুনায় কোর্ট থেকে মামলার কপি সংগ্রহ করে আসামিদের বাড়িতে তদন্তে গিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) এবং মো. আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। এদের মধ্যে রিয়াজ পেশায় আইনজীবীর সহকারী ও রাসেল একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তাদের বিরুদ্ধে প্রতারণা, হুমকি-ধামকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় কোর্টে দায়ের করা মামলার কপি নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তদন্তের নামে হুমকি-ধামকি প্রদান করে টাকা দাবি করতেন। এতে ভয়ে ভুক্তভোগীরা টাকার মাধ্যমে তাদের ম্যানেজ করতেন।
এরকম একটি ঘটনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মরহুম হানিফ মৃধার ছেলে মাসুম মৃধার সঙ্গে ঘটলে বিষয়টি তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি জানতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ডিবি পুলিশ রিয়াজ ও রাসেলকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমকে অবগত করে তার নির্দেশনা অনুযায়ী তদন্ত শুরু করি। পাশাপাশি অভিযুক্ত রিয়াজ ও রাসেলকে নজরদারিতে রাখি। এসময় তাদের এমন অনৈতিক কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার সত্যতা পাই। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।”
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, “অভিযুক্ত রিজায় ও রাসেলের এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে যাতে কেউ সাহস না পায়, তাই আমার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































