চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড শিল্পকারখানা এলাকায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ২ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার বৈরাগ ৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)। আহতরা একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)। তাদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যত নিশ্চিত করেছেন আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী।
মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “সকালে ৪ জনকে আহত অবস্থায় আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
উদ্ধারকারী মো. আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে।
কেইপিজেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, “আমাদের কোরিয়ান কেইপিজেড এলাকায় খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। এখানে আমাদের কোনো কাজ নেই। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কেইপিজেড কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে। ইতোমধ্যে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”
আনোয়ারা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “পাহাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































