রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং সুন্দরবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মোংলার চিলা বাজারে অনুষ্ঠিত হলো মানববন্ধন। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) পরিবেশকর্মী ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রামপাল প্রকল্পকে সুন্দরবনের জন্য গুরুতর হুমকি হিসেবে তুলে ধরা হয়।
ধরিত্রী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী।’ এই প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা বলেন, “জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর এখন সময়ের দাবি। মোংলা, সুন্দরবন এবং পশুর নদীর স্বাস্থ্য রক্ষায় এই পরিবর্তন অনিবার্য।”
এই মানববন্ধন শুধুমাত্র একটি প্রতিবাদ ছিল না, ছিল সবুজ জ্বালানি ব্যবহারের শপথও। অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে শপথ নিয়েছেন, তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করবেন না এবং পরিবেশ রক্ষায় সবুজ জ্বালানি বেছে নেবেন। বক্তারা এই শপথের মাধ্যমে রামপাল প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকারও করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ সংগঠনের নেত্রী কমলা সরকার। বক্তব্য রাখেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র পরিবেশযোদ্ধা মো. হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপারের স্বেচ্ছাসেবক মো. ডলার মোল্লা, মেহেদী হাসান, রত্না শেখ, শীলা সরদার ও তন্বী মণ্ডল।
পরিবেশযোদ্ধা মো. হাছিব সরদার বলেন, “রামপাল প্রকল্পের কারণে ধ্বংস হতে পারে আমাদের প্রাকৃতিক সম্পদ, যা শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবনযাত্রার জন্যও হুমকিস্বরূপ। নদ-নদী, বন ও পরিবেশ না থাকলে আমাদের জীবনও থাকবে না।”
সভাপতির বক্তব্যে কমলা সরকার বলেন, “আমরা চাই সবুজ পৃথিবী, যেখানে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে সুন্দরবনসহ পরিবেশ রক্ষা করা সম্ভব। রামপাল প্রকল্প বন্ধ না করা হলে, এ অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ ভয়াবহ বিপদের মুখে পড়বে।”
বক্তারা আরও বলেন, “রামপাল প্রকল্পের বিরোধিতা এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে রূপান্তর এখনই শুরু করতে হবে। সুন্দরবন রক্ষার দায় শুধু পরিবেশকর্মীদের নয়, এটি সবার দায়িত্ব।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































