বউ বাজারে যৌথ বাহিনীর অভিযান, ১১টি মোটরসাইকেল জব্দ


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:৫৫ পিএম
বউ বাজারে যৌথ বাহিনীর অভিযান, ১১টি মোটরসাইকেল জব্দ
যৌথ বাহিনীর অভিযান। ছবি : প্রতিনিধি

নড়াইল শহরের বউ বাজার এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বউ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এ যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় রেজিস্ট্রেশনবিহীন ১১টি মোটরসাইকেল জব্দ, ১৪টি মামলা দায়ের এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা ও বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ভারতীয় অবৈধ কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!