গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদল ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এসময় জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুগ্ম-সম্পাদক সবুজ সরদার, যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশেদ সাথিল, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিশ্বাস, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বিশ্বের সকল মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়। এসময় জেলা, উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































