সাভারে ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাতদল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন, বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রীজের সামনে এলে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীদের কয়েক জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।
বাসযাত্রী সুমন সরকার বলেন, “আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালেন উলাইল থেকে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেন। এ ছাড়া বাসে থাকা অন্যান্য যাত্রীর স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।”
ইতিহাস বাসের চালক রজব আলী বলেন, “বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়ি ভাঙচুর চালায়। এসময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।”
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী, অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।”













-20251029103315.jpeg)
























