• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঈদের রাতে বন্ধুদের সঙ্গে মদ পান, তিনজনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০২:৩৯ পিএম
ঈদের রাতে বন্ধুদের সঙ্গে মদ পান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৮ জন। 

বুধবার ( এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ছাড়া অসুস্থদের মধ্যে সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। 

যারা মারা গেছেন তারা হলেন তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) এবং মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫) 

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদ পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে তাদের দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, “তিনজনের মৃত্যুর খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে শুনেছি, তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। ছাড়া আরও ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।” 

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার বলেন, “আমাদের এখানে একজন মারা গেছেন। বাকিরা সাতক্ষীরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!