বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কুড়িগ্রামের রাজারহাটে রিকশাচালক সৈকতের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নাজিমখান ইউনিয়নের বসনিয়া পাড়ায় তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারের কাছে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা রিকশা শ্রমিক দলের সদস্য সচিব আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈকত ২০২৪ সালে ২০ জুলাই সন্ধ্যায় ঢাকার শনির আখড়ার বাসা থেকে বের হয়ে মায়ের ওষুধ আনতে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































