জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দুই চোখের দৃষ্টিশক্তি হারান নোয়াখালীর কবিহাট উপজেলার ছাত্রদল নেতা আমজাদ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমজাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার ফাউন্ডেশনের’ পক্ষ থেকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিরিঙ্গা বাজার এলাকায় আমজাদের বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তাসহ একটি ঈদ শুভেচ্ছা বার্তা তুলে দেন উপজেলা ও কবিরহাট কলেজ ছাত্রদলের নেতারা।
কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ জানান, আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা ও ঈদ কার্ড দেওয়া হয়। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে আমজাদ দুটি চোখে স্লিন্টারবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান।
ঈদ উপহার হস্তান্তরের সময় কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































