ফেনীর সোনাগাজীর একটি মামলার মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩ মার্চ) রাতে ফেনী শহরের বড় মসজিদের সামনে থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে। তিন মাসের সাজা এড়াতে তিনি ২১ বছর পালিয়ে ছিলেন।
পুলিশ জানায়, ২০০৩ সালে পারিবারিক আদালতে করা একটি মামলায় মিজানুরকে তিন মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিন মাসের সাজা ও গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবত আত্মগোপনে ছিলেন হানিফ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








































