ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এ সময় গুরুতর আহত হন আরও একজন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজীব প্রধান (২৩)। এ ছাড়া আহত মোটরসাইকেল আরোহী হামজা (২২) একই এলাকার হাসান জাহাঙ্গীরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে এলে অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে আকস্মিকভাবে মহাসড়কে ছিটকে পড়লে পেছনে থাকা নাইমের মোটরসাইকেলটি সজিবের মোটরসাইকেলের উপর পরে। এ সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস দুই মোটরসাইকেলের ওপর দিয়ে পিষে চলে যায়। পরে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে মোটরসাইকেল চালক নাইম ও সজিবের মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহতদের পরিবার সূত্রে জেনেছি ঢাকা নেওয়ার পথে দুজন মারা গেছে। তবে গুরুতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































